ভডভইড্ডা হেঁকের রাস্তা দি আঁড
লুঙ্গি হিঁনদি দেয়অরে জমিদারি ঠাঁট
ব্যাডা বড্ডা বাটপার, সেয়ানা মাল!
মেনসেঅ বুঝি গেছে যুগ ডিজিটাল
হইত্তিদিন এক্কই কতা হাঁছামিছা কয়
কেয়'য় নে মানিলইছে? আছে সংশয়!


আঁর কতা বেগগেন হেতে গেছে ভুলি
ঈদেদ্দিন অতীত ভুলি করি কোলাকুলি
মাইনসের নামে করে এক রাস্তার নাম
দেয়ালের নাম মুছি করে বেহুদা চুনকাম
হাঁসের বেফাঁস গিলা মুয়ে মুয়ে আছে
রোগশোক ভুলি যায়, ঘুরে আনাচেকানাচে


সোনার মোহরে আছে রাজা-রাণী ছোবি
মুক হোয়া ভান করে আন্ডা শখের কোবি


২১/০৬/২০
০৩ঃ৩০ রাত