আঁধার ঘনিয়ে এলে জোনাকিরা চায় ছুটি
আমার তো জানা নেই এ ঘোরের কোন মাপকাঠি
নিজেও চাইনি খোলা থাক আলোর দুয়ার


রাতকানা পাখিটির দূরন্ত ওই ছোটাছুটি
আলোর বিষাদ জাগুক তারাদের এই মিনতি
তারপরও বয়ে যায় মেঘ মেঘ খেলা বরষার


মানুষ পারে না হতে জল আর শুচি জোছনার
তবুও মাতোয়ারা বিমূর্ত নিশীথ বেদনার
কতকাল পড়ে থাকে রাতের পরতে শুধু অজানার


১৮/০১/২০২০
১২ঃ০৭ রাত