অদ্ভুত আঁধারের পাদদেশে দাঁড়িয়ে,
আমি কেবলই শুনছি গোঙানির শব্দ!
এ আঁধারে মানুষ মানুষকেও দেখে না,
দেখে না আইনশৃংখলা বাহিনীর সাঁড়াশি অভিযান
লোকালয়ের আলো এসে ঠিকরে পড়ে না এখানে
আর যারা শুনছে এই শব্দতরঙ্গ তারা তুচ্ছজ্ঞান করে
যারা শুনছে না তারা গভীর কোমায়!


এখানে আঁধার দীর্ঘস্থায়ী হলেও অনুমেয় নয়,
ঠিক কতদিন কিংবা কত রাত মাস পেরিয়েছে
কে যুবতী! কোন যুবতী গর্ভবতী তাও কেউ জানে না
পাহাড়ের চূড়ায় উঠে যদি আলো দেখা যায়!
সেলক্ষ্যে একটা রাস্তা তৈরির কাজ খুব দ্রুত চলছে
মানুষ তবুও আঁধার সরাতে পারে না।


১৯/০৭/২০
১২ঃ২৮ রাত