এই বেহাল জমিনে আমার নিজস্ব কোন স্বপ্ন নেই!
রাতজাগা মানুষ স্বপ্ন দেখায় পিছিয়ে থাকে ঢের,
তোমায় নিয়ে স্বপ্ন দেখবার কালে আমি অন্তরঙ্গ আলাপনে ব্যতিব্যস্ত থাকি।


মানুষের নিজস্ব কোন রঙ থাকে না বলেই ঢঙ পুঁজি করে বেবাকই মেতে উঠতে চায়,
এই আঁধার সরে যেতে যেতে মানুষ কি সরল সিধা ভাব ধরে,
নিয়ন আলোয় আমার আস্থা নেই!
এই শহুরে মানুষে আমার কোন আস্থা নেই!


দিবারাতি বাউন্ডুলে যারা, তারা কি খাতির পায় বধির শরমে!
নিমগ্ন চিন্তায় পোড়ে মানুষের আধেক বিবেক!
আমি যেই খুঁজে নিতে চাই, তার দাম কমে শেয়ার সূচকে!
একটা গোপন মানুষ চাই!
যে রবে আধেক আমার আধেক তার,
তাকে নিয়ে কাটাতে চাই নিঃসঙ্গতা,
সে আমার মনের আবদার রাখুক না রাখুক, তবুও আমার হয়েই থাকুক! চিরটাকাল!


১৯/০৮/২০
০১ঃ৪২ রাত