এখন তো তুমি নেই ব্যাথা কে দেবে
একটুকু ব্যাথা দেবার দ্বায়িত্ব নাও
ডান হাত দেবে না জানি বাকী হাতটা বাড়াও


পুরাতন অলিগলি ঘুরে চলছিলো প্রহর
শহরের উপকন্ঠে গড়ে ওঠে আরেক শহর
কাপ্তানি দরিয়ার মত করে বুকটা জাগাও


তোমার না বলা কথাটি ধমনীতে হচ্ছে ধ্বনিত
নিঃশব্দে অগোচরে সরে যাবে কে জানিত
যে কষ্ট বুকে চেপে আছো তার থেকে কিছুতো দাও


২২/০৭/২০২০
০৮ঃ০৯ রাত