তোমরা যারা বিচার কর জনগণের
জনগণও খবর রাখে তোমার মনের
মনগড়া হুকুমে বিনাশ্রমের দন্ড ভোগ
ঘুষ বাণিজ্যে মত্ত তুমি অভিযোগ!
মেধাবী তুমি কেতাবি যে পাঠশালায়
তোমার কর্ম জাতিকেও খুব জ্বালায়
ধর্ম কথার মর্ম ব্যথার ফুলঝুড়িও ফোটে
বিবেক আলী থমকে থাকে বল্গা কথার চোটে
তুই যদি হছ এই জগতে বিচারক
পরপারের বিচার কি তয় অমূলক?


২০/১০/১৮
০১ঃ০২ রাত