কি সুখে জড়িয়ে নিলে আমায় তুমি
ভোরের আকাশ বইছে বাতাস মুগ্ধ আমি
বিহঙ্গ মন চায়গো উড়ে যেতে দূরে
গানে গানে প্রাণে প্রাণে সুরে সুরে ||


এ লগন বিষম সুখে টানে বুকে আমায় তোমায়
তুমি যেমন ভাবতে পারো গান কবিতায়
গল্প হওয়া অল্প সময় বছর ঘুরে
এক জীবনে একই কথা ঘুরেফিরে ||


প্রাণে প্রাণে লেখা হলো এই বারতা
কল্পনার এক সূত্র ধরে সরল গরল নীরবতা
মেলে পাখা স্বপ্নমাখা দুপুর গেলো পুড়ে
ছায়ার ওপর ভর করে দেই উড়াল অচিনপুরে ||



১৯/০৭/১৮
০১ঃ৩৫ রাত