(মরহুম এডভোকেট আকরামুজ্জমান সাহেব স্মরণে)


কোন কিছু ভুলে যাওয়া যেমন ব্যাধি,
ঠিক কিছু কিছু বিষয় মনে রাখাও ব্যাধি,
আমি সেই 'মনে রাখা' বিষণ্নতা রোগে ভুগছি!


কোন গল্পের শুরু এবং শেষ দু'টোর প্রতিই
মানুষের সমানতর আগ্রহ, সবসময় থাকে না।
কিছু কিছু গল্পের নায়ক মানুষের কাছে প্রবল কৌতুহলী হয়ে ওঠেন স্বীয় মহিমায়,
আমি তেমনই এক গল্পের নায়ক চিনি, যিনি আমাদের 'মহীরূহ',
যাকে মনে রাখা মানে, গল্পটা হৃদয়ের গহীনে গেঁথে রাখা।


তিনি তারার প্রহর গুনে, ক্লান্ত পথিক, তবু 'তারা' হয়েছেন ওই দূর আকাশে।
এক লড়াকু, তবু তিনি 'দমে' গিয়ে অন্তীম পথের যাত্রী।
এ শহরের বিমূর্ত রাজা'ঝি দীঘির জল,
তাঁর হেলেদুলে হেঁটে যাবার কালে,
কারো কাছে জানতে চাইবে না,
তিনি এখন হাঁটতে আসেন না কেন?
কারণ-
তিনি জবাব হয়ে ভেসে থাকবেন ’স্বচ্ছ সেই দীঘির’ নির্মল-কোমল-সজল-বিহ্বল জলে, তারার প্রতিরূপ হয়ে।
ভরা জোছনায়, ঝিরিঝিরি হাওয়ায়, ঢেউয়ে ঢেউয়ে ছুঁয়ে যাবেন প্রতিদিনকার আড্ডাস্থল।


রূপকথার রাজপুত্র কিংবা রাজনীতির বরপুত্র যখন যেমন, তেমনই।
আন্দোলন সংগ্রাম মিটিং মিছিলে অগ্রভাগে থাকা অহিংস মানুষটি,
বীরদর্পে আর দাঁপিয়ে বেড়াবেন না ফেনীর রাজপথ।
মাতাবেন না স্লোগানে মুখর ঝাঁঝালো মিছিলে প্রিয় ফেনীর সকল পাড়া-গাঁ।


দেশের জন্য লড়ে যাওয়া 'সূর্য সন্তান' আমাদের দেখিয়ে গেছেন,
ইচ্ছাশক্তির কাছে সবকিছু তুচ্ছ!
অথচ মৃত্যুকে আলিঙ্গন করেছেন 'শক্তিমানের সাহসিকতায়'!
তাঁর ছিলো সঞ্জীবনী শক্তির অফুরন্ত আকর।
আমি কভু তাঁকে ভুলতে চাইলেও পারবো না
ছুঁয়ে থাকবেন মনে-মননে, স্মৃতির সমুদয় পটে।


০৫/০৭/২০