আর কত কষ্ট পেলে বিউগলে বাজে করুণ সুর
কত নুসরাত দগ্ধ হবে রোজ অগ্নিত্রাসে ভরদুপুর
কত সম্ভ্রম পদানত হলে জাতি হবে সোচ্চার
আমার বুকের পাঁজরে রাখিও তোমার পদভার
গুরুভক্তি শেখায় যে পাঠশালার পন্ডিত
জাতির বিচারে ওই হায়েনা নিশ্চিত দন্ডিত
আমিও তারে পিতা বলে জানি করি কত ভক্তি
আজ তার গালে জুতা মারি তালে আছে যত শক্তি
আদর আহ্লাদে পড়ে যায় ফাঁদে জান্নাতি নুসরাত
আর কোন জনে যেন না আসে এই স্বন্ত্রস্ত কালরাত


১৫/০৪/১৯
০১ঃ৪৫ রাত