লৌহা তুমি ভাসাও কোন জলে
ডুবোজাহাজ উড়োজাহাজ মানুষ চলার বাহণ
চন্দ্রযানে উড়াল দেবো তোমারে না বলে


ডাকাতিয়া নদী নাকি স্রোতস্বিনী
মেঘ পাহাড়ের চলার ধরণ রিনিঝিনি
বাড়াই দু'হাত একবিন্দু সুখের খোরাক হলে


মানুষটা একা কিছু করতে পারে না
জলে জলে বিভেদ হলে তার ধার ধারে না


জানো, মানো আর না মানো, হৃদয়টা উপচানো
ভালোবাসা ভালোবাসা বলে আঘাত হানো
মন্দ দ্বন্দ্ব বন্ধ করে জনমতের কারসাজিটাও চলে


৩১/০৩/১৯
০৩ঃ১১ রাত