১.
না মরেও মরা হয়
না বেঁচেও বাঁচা
এ দেহ দেহের নয়
প্রাণহীন খাঁচা


২.
একবার মরিয়া যদি
আরেক জনম পাই
প্রাণ বলে যাব যাব
বাঁচার আশা নাই


৩.
কি আছে এ প্রাণের মাঝে
দেহ যদি অসাড়
দিনের একদা সময়
হয়েছি তো ভাঁড়


৪.
সন্যাসীরা বাঁচতে চায়
নিজের মত করে
বেঁচেও সন্যাসী যেন
একই পথ ধরে


৫.
এক দেহে এক প্রাণ
না'ই মানে মনীষী
আমি যেন দেহহীন
ভাঙা এক শিশি


২০/০৩/২০২৩
০৫ঃ৪৫