নদীতো ছোটে না ছোটে তার জল
রেখে যায় ক্ষত বুকে শেষ সম্বল
মরা নদী জল খোঁজে ঢেউ পেতে ছোটে
চোখের জলে তার মৃদু হাসি ফোটে


আমার হয়নি চলা নদীর মতো
পাহাড়িয়া সুখ বয়ে প্রতিনিয়ত
বুক পেতে আমারেও নিয়েছে লুটে
দুঃখ বিলাসী ঝড় বড় মারকুটে


হোক তবে অবিনাশী দেনদরবার
জোছনা উতল করে আমারে আবার
মাতাল হাওয়ার ধ্বনি মুখে ফুটে ওঠে
আমার দুঃখগাথা তারায় তারায় রটে



২৩/০৬/১৮
১২ঃ২৮ রাত