কাহারে কই সরল মনে একা একা থাকিবো
বুকের ভিতর গহীন কোনে কারে আর রাখিবো
যারে দিই গো ফুলের মালা, কোন কারণে দেয় সে জ্বালা
ভালোবেসে সুখ জোটে না, দুঃখের পরে তবু দুঃখেরই পালা


কষ্ট নামের বহতা নদী নিজের কষ্ট বুঝতো যদি
টইটম্বুর ব্যথা লয়ে সাগর পানে ছুটে নিরবধি
জলের কষ্ট জল কি ভোলে, সে কষ্ট হোক সাদা-কালা


আকাশেরও ভীষণ রকম কষ্টের সমাহার
কষ্টবুকে ঘুমিয়ে থাকে কতশত পাহাড়
কত সাগর প্রেম বিরহে হয় বিরাণ কারবালা


১৫/০৩/২০২১
০২ঃ০৩ রাত