পিদিম জ্বেলে তোরে খুঁজি
সুখের ঘোরে চোখটা বুঁজি
ও আমার পরাণ পাখিরে
তোরে ছাড়া কেমনে একা থাকিরে


একার থাকার কি যাতনা বুঝতে লাগে মন
পিরিত নামের বিষের বাঁশী করিছে দংশন
যে বোঝে না মনের জ্বালা
তারে পরাই ফুলের মালা
মনের গোপন কুঠুরিতে তারে শুধু রাখিরে


বিরহ বিচ্ছেদে কাঁদে পোড়া দুই নয়ন
নিভাইয়া প্রেমের জ্বালা কে করে আপন
ফুলে ভ্রমরে যেমন করে মাখামাখিরে


০৯/০৬/১৮
০১ঃ৩৫ রাত