আমি সেদিকেই যাচ্ছি
যেখানে পাহাড়কে কেউ উদ্বাস্তু বলে না
থিতু হয়ে থাকে না উড়নচণ্ডী মেঘ
পোষ মানানো বাতাস
জলের নিরবচ্ছিন্ন নিরবতা
আমাকে থমকে দিয়ে আমিই হেঁটে যাচ্ছি


আমি সেদিকেই যাচ্ছি
যেখানে আমাকে টেনে তুলতে আমি লাগে
পথ চলতে লাগে প্রবল অনুপ্রেরণা
আলোয় পিছিয়ে থাকা
অন্ধকারে এগিয়ে যাওয়া
আমার কোন একদিন একজন আমি দরকার


আমি ধাবিত হচ্ছি
ঘোরের ভেতর যন্ত্রণা নিয়ে
নিজের ওপর খোলস নিয়ে
গানে আর কবিতায় সুরের মূর্ছনা নিয়ে
তবুও প্রবল আপত্তি নিয়ে আমি যাচ্ছি


আমাকে আমার মনে পড়ে
এত বেশি মনে পড়ে যায়
ভেতর বাহির যারা চেনে
তারা কেও মনে রাখে না
মনে না রাখার পারদর্শিতা নিয়ে
আমার বেঁচে থাকার খুব তাগিদ দরকার


২৯/১২/২০২০
০১ঃ০৮ রাত