ও মন ফাগুন বেলায় তোমার আগুন ঢালো
আমিও পুষে রাখি উষ্ণ মনে নরম পরম কিছু শরম
এ বুকের কোমলতা সরলতা গল্পে গল্পে আকুলতা
আমার আছে, তোমার কি নেই একট আধটু ব্যাকুলতা


বসন্তে আজ ডাকছে কোকিল গানের সুরে সুরে
এ বেলায় এসে চেতন খুলে ভালোবাসা পুড়ে!
নীল ময়ূরী পেখম মেলে নাচের তালে তালে
আমার এ মন রাঙিয়ে তোলে নীল আকাশের পালে


আমার নদী উজান বেয়ে ভাটির দিকে ধেয়ে
চপল বেগে কলকলিয়ে যাচ্ছে এঁকেবেঁকে
পাহাড় হয়ে ঘুমিয়ে কাটাই পদ্মা-মেঘনাকাল
এক যমুনা দুঃখ বুকে সঙ্গী করে কাটুক চিরকাল


২৫/০৩/২০২০
০২ঃ৪০ রাত