ফুল ছিঁড়িও না কন্যা ফুল ছিঁড়িও না
ছেঁড়া ফুল বাসি হইলে সুবাস পাইবা না
নজরকাড়া ফুলের মায়ায় পাখিরা হাসে
বুঝিও ফুলের বাসে, কে তোমারে ভালোবাসে


চান্নি-পসর রাইতের কালে হাসনাহেনার ঘ্রাণ
আলো-ছায়ার তালে তালে নাচে আমার আকুল প্রাণ
এ সুবাস ছড়িয়ে যায় বাতাসে বাতাসে


আমার বাগিচায় ভরা বাহারি সব ফুল
সব ফুলেতে যায় না গাঁথা ঝুমকো কানের দুল
ও কন্যা এত বেলাজ হইয়ো না মওসুমের এই ফুলের উচ্ছ্বাসে


২০/০৪/২০২১
০২ঃ৪০ রাত