বাহিরে তাকাই গুড়ি গুড়ি বৃষ্টি
ভেতরে প্রখর দাবদাহ
আয়নার একপাশে প্রতিবিম্ব
অন্যপাশে নিগূঢ় অন্ধকারাচ্ছন্ন
অথচ রক্তবর্ণ ক্ষতবিক্ষত কিছু নগ্ন আবহ।


চিতপাতে শুয়ে থাকে গঞ্জের কালাপীর
রাস্তাগুলো জনশূন্য, ঈষৎ বাঁকানো ঈষৎ হেলানো
হার মানে প্রবল ইচ্ছা শক্তি
কনকনে শীতের রাত।


ঢিমেতালে আলো জ্বালে রাধিকা কামিনী
পেছনের সারিতে চলে বিয়োগান্তক সুর
আবছা আলোয় খুঁজি স্বজনের মুখ
ফেলে আসা রাত্রি বন্দর কিছুই মনে পড়ে না আর।


৩০/১২/১৩
০৫:৫১pm