পথের ধূলোয় লেগে আছে আলতো পায়ের ছাপ
শব্দ বিহীন এমন তোমার চলা
বারোমাসি ঠোঁটের হাসি হয়নি কথা বলা


কোন অনুরাগ ভর করেছে তোমার কাজল চোখে
পাশের মানুষ বুঝলো না তা বুঝলো না দূরের লোকে
পড়শীর মতো হইনি তবু মিলিয়ে তালে গলা


সকল কাজে অভয় লাজে মানুষ চেনা হয়
মানুষ তুমি মানুষ আমি তবুও সংশয়
অচেনারে চেনার মাঝে কিসের ছলাকলা?


১০/০৪/১৯
০১ঃ০০ অপরাহ্ন