কঠিন শিলায় লিপি হোক আহত প্রেমের গল্প
মনে, মনে মনে মিলিত হোক না হলে বিকল্প
যে যে যেমন ছিলো তেমনই থাকুক, প্রাণে
মানা করিবো না আর শুধাই তারে উচাটনে


গানের কথা প্রাণের কথা এক বারতা, একই
একই রকম শুনতে লাগে, চোখের দেখাদেখি
আমার আপনা ভাবনাটারে মিলাই একই সুতোয়
কার বানানো মালাটা আজ কার কপালে জুটোয়


গরমাগরম শরম শরম দেখ রে কেমন লাজে
সেইজনারে আপন লাগে অভিন্ন এক কাজে
চাঁন্দের লগে কইতে কথা হইলাম উতল হাওয়া
অন্তরেতে বিরাজ করে না হোক তারে পাওয়া


গান হলো না গুচ্ছ কথায় তার সে তালে নাচ
আমার কথায় রুষ্ট হলো কপাল জুড়ে খাঁচ
আমিও আজ পাষাণ হতে বিরাম তালে তালে
নিজের বৈরী নিজেই হলাম কঠিন হরতালে


০১/০৪/২০২১
০১ঃ১৭ রাত