মেয়ে, কেমন তোমার চোখের কারিকুরী
মেয়ে, বুঝতে পারি এ তোমার রূপের বাহাদুরি
মেয়ে, বৃথাই তুমি সময় কাটাও জলের পানে চেয়ে।


মেয়ে, কান্না পেলে এ কোন জলে বিরহটা কমাও
মেয়ে, দুঃখটাকে ভারী করে নিজের বুকে জমাও
মেয়ে, জলের ছলে পালিয়ে বেড়ায় মেরুর পানে ধেয়ে
মেয়ে, বৃথাই তুমি সময় কাটাও জলের পানে চেয়ে।


মেয়ে, তারা জানে আঁধার রাতে কে যায় কার বাড়ী
মেয়ে, ঝিঁঝিঁপোকা ডাক দিয়ে যায় বড্ড আনাড়ি
মেয়ে, সময় খেকো ভাবনাটাকে নিজের করে পেয়ে
মেয়ে, বৃথাই তুমি সময় কাটাও জলের পানে চেয়ে।


০৪/০৪/১৯
০১ঃ১৫ রাত