এক নারী গোছাইলো ঘর
আর নারী রাখিলো হাতে হাত
বন্ধ্যা সময়ই শুধু জানে
নির্ঘুম কাটে দোয়েলের রাত


দোয়েলটা একা ঘোরে
পাড়া-মহল্লা আর তল্লাটে
যদি কারো সাথে দেখা হয়
যথানিয়মের বিরুদ্ধ বরাতে


যে নারী ভালোবেসে উদার হয়
উপেক্ষা করে সমাজবদ্ধ রীতি
আমি তার কাছে ফিরে পাই
হাজার বছরের জমাট পিরিতি


২৪/০৯/২০
০১ঃ২০ মধ্যরাত