কবি আপনি বলুন,
মানুষ তৃষ্ণার্ত চাতকের মতো নির্বাচন চায়
হোক সে আমেরিকা কিংবা রাশিয়ায়
অভাবিত বস্তুর মতো প্রাসঙ্গিক নয় এ আলোচনা হয়তো
কবি আপনি শুনুন,
নিজ কানে, ঠারে বিঠারে মানুষের হয়ে কথা বলছে
জাগতিক কোন প্রাণী বহুদূর হতে
মানুষের চাহনিতে শুনতে পাবেন মরদগিরি ফলানো পুরুষ
কবি আপনি দেখুন,
হা-ভাতের মতো করে ওরা বিধ্বংসী গণতন্ত্র চায়!
মাছ-ভাত-সালুনের মতো করে গিলতে পারে না
ইট পাথর সারি সারি দালান রেলপথ সড়ক
কবি আপনি করুন,
পরকীয়ায় আসক্ত রমনীর মতো মোবাইল ফোনালাপ
ঘর সংসার স্বামী সন্তান ফেলে চলে যাওয়া নামে রাস্তার নাম করণ উদ্বোধন
তবে, মানুষকে দেশ ছেড়ে যেতে উদ্বুদ্ধ করবেন না
এখন মানুষ, ভাতের আগে গণতন্ত্র চায়, চায় ভোট প্রয়োগের অধিকার
যা, আইনের ভাষায় সুখাধিকার ভোগের মতো
সাংবিধানিক ভাষায় অধিকার
মানুষ তো! মানুষ বলে কথা!
কবি, বুদ্ধিজীবীরা খুবই নিয়মতান্ত্রিক কথা বলেন বটে
তবে, যে যার যার সুবিধা মতো!
বলুন, আপনি তেমন নন!


২৮/০৮/২০২১
০১ঃ২৫ রাত