কয়েকটা মানুষ জাইগা আছে রাত্তির লইয়া
আমি তার খবরও রাখি না
মানুষগুলার আর কাম কাইজ নাই ত!
যাকে তাকে যখন তখন লিখতে পারে চিঠি
চিঠির উত্তরের অপেক্ষায় বইয়া থাকে না তারা।


আর কয়েকটা মানুষ আরাধনা করে ভরা পূর্ণিমার
তারা নাকি এর আগে কোনদিন চাঁন দেহে নাই
জোয়ার ভাটা দেখমু কইয়া আমি হাঁটি গাঙের পাড়ে
দীর্ঘ এ যাত্রায় কোন ভ্রমণ ক্লান্তি নাই আমাগো!


মানুষ নাকি পৃথিবী ছাইড়া দিয়া উড়াল দিবো আরেক গ্রহে
তহন এ গ্রহডার কি অইবো এইডা না ভাবলেও চলবো আমার
আমি জানি রাইত, ভরা পূর্ণিমা, চিঠি লেখার ইতিহাস
অথচ, তোমার লগে যামু কইয়া যাওয়া হইবো না মঙ্গল কিংবা আর কোন গ্রহে!


২৪/০৮/২০২০
০৪ঃ২৫ অপরাহ্ন