ফুল পাখিদের নজর এখন
তোমার ওপর পড়েছে
পাতিনেতা ক্লাবপাড়ায়
নিন্দা প্রস্তাব করেছে


চাঁন্দ সেজেছে নতুন নাগর
জোছনা বিলায় খুব
দীঘির জলে কোন বিহানে
মাছরাঙা দেয় ডুব


লক্ষ তারা দেয় পাহারা
জোনাকের ওড়াউড়ি
ঝিঁঝিঁপোকা নেই তো বসে
দেখায় বাহাদুরি


হলুদ ফুলের রঙ মেখেছে
প্রজাপতির দল
রঙধনুতে মাতোয়ারা
তোলে সুরের মাদল


পাহাড়টাও কোমায় থেকে
ঝরে রাশিরাশি
আমার কানে সুর খেলে যায়
কোথায় বাজে বাঁশি?


রক্তজবা ফুলের মোহে
কেমন মায়ার দোলা
তুমিও সেথায় মজে গিয়ে
হইছো আত্মভোলা


১১/০৪/২০২১
০২ঃ০৪ রাত