মেয়েটা তার বুকের মধ্যে
আস্ত একটা সাগর পুষেছিলো
আমার চোখে বারুদের স্ফুলিংঙ্গ  দেখেই
হিমালয়কে জাগিয়ে দেয়, মেঘকে উসকে দেয়,
আকাশকে খেপিয়ে তোলে
প্রবল বরিষণে ভাসিয়ে যায় উতল যুবকের তপ্তবোধ


মেয়েটা তার বুকের মধ্যে পুষে রেখেছিলো দমকা হাওয়া
তার নিশ্বাসে বয় ঝড়গতির সাইক্লোন


মেয়েটা তার মনে লালন করেছিলো দীর্ঘদিনের ক্রোধ
এখন মেয়েটা আর মেয়ে নয়
বজ্র হলেই লাফিয়ে ছুঁতে চায় হাত
ঝিলিক মেরে মৌন হুংকারে খোঁজে তার প্রশমিত আস্ফালন


মেয়েটা আজ তরল পানীয় হয়ে সভ্যতার চিবুকে কষাঘাত করে
মেয়েটা আজ গলিমুখে তার অগনিত পেশাদার কামড় বসায় মানব মানচিত্রে



(অসমাপ্ত)