( অদ্য প্র‍য়াত অনুজ প্রতিম বিজ্ঞ Adv Mizanur Rahman Firoz কে)
- গাজী তারেক আজিজ


এ মানুষটির মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম না
জনমনে কোন কৌতুহল ছিলো না তাঁকে ঘিরে
কথায় কথায় মৃত্যুকে আলিঙ্গন করার লোকও সে নয়
কোন অভিমান কিংবা খেদোক্তি তাঁর ছিলো না
কাজের মধ্যে ডুবে থাকা লোকটি তন্দ্রাহীন নিদ্রায়


সারল্যভরা চাহনি জানান দিতো ভেতরকার রূপ
এমন কোন দুঃখবোধে আচ্ছন্ন হতেও দেখিনি
সস্তা গালগল্পের খোরাক সে কখনোই ছিলো না
তাঁকে নিয়ে কোন নেতিবাচক প্রচার শুনিনি


অথচ নিমেষহীন নিমগ্নতায় লক্ষ্যে অবিচল থাকা ফিরোজ
ওই ঘন ঘোর অন্ধকারের ভেতর কি যেনো খুঁজে বেড়িয়েছে নির্মোহ ভঙ্গিমায়!
তাকে দেখেছি সাদামাটা জীবনের এক উজ্জ্বল আভার স্বরূপ
তাঁকে নিয়ে কবিতা লিখতে যেয়ে হাত কাঁপছিলো
বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইছে....


০৮/০৭/২০
১১:৪১ রাত