যে মানস আমার প্রাণকে টানিয়া
নিতে চায় তার প্রাণে
সে মানস আমি যাচিয়া বেড়াই
এখানে না, ওই যে! ওই খানে!


স্বরলিপিতে যারে যায় না গো বাঁধা,
দেহ দুলাইয়া তোলে সুর!
চোখের বাইলাতা সংযত করি,
তবু, শব্দ তোলে একটি নূপুর!


ডান হাতে সে বাজু পিন্দিয়া
আমারে করিলো জাদু
আমিও কি একলাই ঘোরে নাকি?
সকল কলার কাতু!


মনের জমিনে নিংড়ায়ে পিরিত
নষ্ট করিছে শত লোক
সে মানুষের গতরে লেলিয়ে দেবো
আশিটি চীনা জোঁক


২৩/০৮/২০
০১ঃ৪৭ মাতাল রাত