তোমার ছুঁড়ে দেয়া কাঁটার সম্পূরক জবাব
আমি ফুল দিয়ে দিতে চাই আসক্ত কৌশলে
মনের গোপন অভিব্যক্তি জানান দিতে চাই
একে একে বিশেষ কায়দায় ভিন্ন ভিন্ন ঢঙে
বিভক্তির পথটাকে আমি জুড়ে দিতে চাই
হৃৎপিণ্ডের সাথে নিঃশ্বাসের মতো আলতো


তারপর হিমালয় আর বাতাসের মেলবন্ধন
ডান হাত বাম হাত ডান হাত বাম হাত করে
কেমন নিশপিশ দ্রুতগামী অনুভূতির মিশেলে
নিজেকে জড়াতে চাই তারও ওপরে, এমনই!
আমি কোন জাদুকরী জানি না ওই ঠোঁটের মতো
চোখের স্ব-লাজ ভঙ্গিমায় পোড় খাই দিনমান


একটি অনুভূতির গল্প ফেরি করি শিল্পমান হীন!
তোমার নাম লইয়া কাঁন্দিতে এই ঠার-বিঠার প্যাঁচ


১৯/০২/২১
১২ঃ৫৮ রাত