আমি না! জীবনে কোন প্রটোকল মেইনটেইন করতে পারিনি।
যেমন পারিনি ভাত খাওয়া পর্বে ভাতেরও আগে তরকারি চেখে দেখা।
নিয়ম করে ঘুমানোর পর্বে মশারী টানানো! গুজে দেয়া! শেষতক বেঁচে থাকা মশাটাও যাতে মেরে ফেলতে পারি।
গাঁয়ের মানুষজনের অফাল্গুনী মনোভাবের বদল ঘটাতে ডাকা ধর্মঘটকারীর বিরোধিতার জের টেনেটুনে লম্বা করে কাকতাল বলে চালিয়ে দিতে।
আমি রবীন্দ্রনাথের পিতা কিংবা পিতামহ থেকেও তাঁকেই বেশ বেশি ভক্তি করি শ্রদ্ধা করি।
আমার বোধ করি প্রকৃতিও কোন প্রটোকল মেইনটেইন করতে জানে না! জানে না আর কি? করে না!
কারণ পিতার আগে পুত্র মরে যায়। ঝড়ের সময় বটবৃক্ষ না ভেঙে ছোট নতুন চারাটিই খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়। মারা যায়। দ'লে যায়।
পেশাদার প্রেমিক তার বড় সহোদরের আগে ভাগে বিবাহ করেই পিতা পিতামহ বনে টনে যান।
এই যেমন, কোন কোন অঞ্চলে মন্ত্রী কিংবা পদমর্যাদার কেউ স্থানীয় এমপি'র চেয়েও কম গুরুত্ব পেয়ে থাকেন!
কি চেতেন ক্যান? এত চ্যাত নিয়া ঘুমান কেমনে? শরম করে না?


১৫/০৭/২০২১
০২ঃ১৭ রাত