তোমাকে দেখলেই মন ডিসকো মাতাল
নিজেকে কিভাবে দেই অতটা সামাল
সেই মন নিয়ে দাঁড়াইনি সামনে তোমার
পিরিতের অগ্নুৎ্পাতে গলে যৌথ খামার


আগে পিছে খুনসুটি খুনরাঙা কালে
এই কাল, কাল নয় বিভেদের তালে
আমিও তোমার মত মন নিয়ে খেলি!
পরাণের অন্দর খুলে চৌকাঠ মেলি


আমার পরাণ তাহা তুমি যাহা চাও
তবু কেন টালমাটাল আমারে নাচাও
ক্ষণে ক্ষণে গুনগুন অস্ফুট মুখে
যদিবা সামনে দাঁড়াই টেনে নিও বুকে


ফাল্গুনী কথার ঝাঁপি রূপবসন্তদিনে
পোড়খাওয়া প্রেমিকেরে নিও ওগো চিনে
একটি গানের কলি মুখে ফিরে বেশ
বসন্ত গুজার হয়ে থাকে তার রেশ!


২০/০২/২০২১
০১ঃ৩৮ রাত