অবিনাশী সূরুজের লাহান আমিও নিজ নাম যপি বারবার
ফুল আর ফসলের সময়ে ভ্রমরের যে কি আচানক কারবার
নিহত যারা মারণাস্ত্রের থাবা কী ভয়াবহ তারা কি বোঝে?
হইয়া হতাহত কী নিদারুণ কষ্টে কাটায় দিন, অনুমেয় সহজে!
কিশোরীর বিবস্ত্র বসন, যৌবন যেন তার বিচ্ছিন্নতার নিমগ্ন কলা
কারো পাতা ফাঁদ বুঝে নিতেও দম লাগে বেশ, থাকিয়া অবলা!


বার্ধক্য ভর করে যেনো শুনশান বিনিদ্রতার অপলক চোখে
স্বাধীনতা একটি মন্ত্রমুগ্ধের গান আমারে শুধায় কোনো লোকে!
ওই সময়টা কাঙ্খিত নয় কারো অবিশ্রান্ত কাঙালের দেশে
মানুষ এক বিরাট সুন্দর দ্যাশ নিয়া কয় কথা হেসে হেসে!


আমিও পাতায় লিখি, পাতা খাই, পাতা পরি প্রত্যেক দিন
তবুও জেদ লইয়া ঘুরি মনে 'তলাহীন ঝুড়ি' শুনে কি কঠিন
মায়ের স্বপন বোনা, বোনের মমতায় পিতৃত্বের দাবী নিয়ে
আজও আমি স্বাধীনতা শব্দটি লালন করি বুকে, যাই জানিয়ে।


(অসমাপ্ত)