ভালোর ভিতর নাইরে ভালো
তাকিয়ে দেখি সবই কালো
অন্ধকারে জ্বালিয়ে আলো
ভালোর আলো খুঁজছি


আবেগ যেথায় দেয় না নাড়া
ধর্ম দিলো আজব সাড়া
বিবেকটাও দিচ্ছে তাড়া
যা বোঝার তা বুঝছি


ধর্মকথার সরল মর্মবাণী
তুমি আমি বেবাকই তো জানি
যে যার মতোই মানি
তবুও সবাই জটাচালে ধুঁকছি


আমার কথায় তোমার ব্যকুলতা
দোষ খুঁজতে হাজির যথাতথা
কথারা সব নিরেট কথার কথা
জ্বালিয়ে আগুন তবুও চুঙ্গা ফুঁকছি


০৬/০৪/২০২১
০১ঃ১০ দুপুর