কোকিলের সাথে মিলায়ে তাল
তোমার স্তুতি গাইছি
যে আবেগে আমি প্রেমের কাঙাল
তাতেই বিভেদ পাইছি


আমি জাতটাকে ঠিক জাতের মতো
আপন করে পাইনি
ফি বছর যদিও বছর বছর হতো
তবু নবান্ন পেতে চাইনি


আমি একবার পুড়ে কয়লা বনে
বারবার হয়েছি খাঁটি
পাথর ভেঙেছি পথের দু'ধারে
তবু রই পোড়ামাটি


আমি দিনের পরতে রাতের পরতে
খুঁজে চলি বিরাণ মরু
যে পথে যাও কাঁটা বিছায়ে
সে পথেই করি শুরু


২৩/১২/১৯