সইত্যই সত্য লুকাইয়া রাখিও
নইলে মান কচু খেলে গলা ধরে,
এই কথা আমি কেমনে জানি?


লিখতে গেলে চিডি লাইন হইয়া যায় আঁকাবাঁকা
নিজের নামটা সংক্ষেপ করি আদ্যক্ষরে
কি মোজেজা জানে আমার চিকনা বেয়াইন


হাত ধরলে কি আর গতরের ভাপ নেওন যায়?
পোলাডা বড় শয়তান কেমনে ক'রি র‍্যানি থায়


রূপালী রঙের চাঁন্দের লগে কত্ত তামাশা
বুক ইয়েন ফাডি যাইতো চায়
মানুষরে মানুষই ডাকে জানোয়ার


কলা গাছের পাতার রঙ যারে টানে
সেই রমনী কত গোসসা কইরতে জানে
আমারে আউলাইয়া দেয় মিনিট দশেক


একদিন পত্র দিবো কইয়াও না লেখার অজুহাতে
আইজও তার হাতের লেখা চিডি পাইলাম না
তার নাম সখিনা!  না না নারে তার নাম সখি
আমিও তারে ভালোবাসি চোখের দেখাদেখি


০১/১০/২০২০
০২ঃ৫০ মহানিশা