তুই আমার রঙ করা রঙিন পুতুল
যতই কাঁদাতে চাই হেসে হয়েছিস কুটিকুটি
ফুলের আবদার তুই রাখিস নি একটি বার
নির্মোহ ছিলো তোর ফাল্গুনী দ্যোতনা।


তুই আমার কাঠের কঠিন পুতুল
যতই নাচাতে চাই উড়ে যেতে হাসফাস করিস
ভাস্কর্যের আকর তুই চাস নি হতে
এ কোন বন্দনা গীতি সে আসরে।


তুই আমার মাটির পোষা ময়না
যতই ছোটাতে চাই কথার ফুলঝুরি, টানটান
আমার কানের পাশে রাখলি ঠোঁট
গানের আসরে তোর হাজার বায়না।


২৮/০৮/২০
০১ঃ৫০ মহানিশা