তোমাকে পিপাসার্ত রেখে,
আমি কেন নদী হতে চাই?


তুমি রমনী বলেই,
কেবল আমি সক্ষম পুরুষ!


আমি তৃষ্ণার্ত হলে,
তুমি হও ছুটে আসা ঝর্ণা!


অথচ-
পক্ষপাতহীন এই চোখ জুড়ে
একটি অবারিত আকাশ
আরো একটি সাগরের রুপ মেলে ধরি


আমি বিস্তীর্ণ সবুজের বুক চিরে
সেলাই করি পাঁজরের স্তর
আমার কোন উদাত্ত আহ্বান নেই


০৯/০৯/২০
০২ঃ২৯ মহানিশা