ধর্ষিতা আত্মচিৎকারে ভারী করে তুলতে পারে আকাশ-বাতাস
বিচার চাইতে পারে প্রচলিত আইনে, আদালতে।
ভোটে হেরে যাওয়া কিংবা বাধ্যকর হারের পর বিচারও চাইতে পারি নি
কার কাছে বিচার চাইতে হয়? তাও জানি না!
মিছিলে অগ্রভাগে থাকা এক লড়াকু বীর সেনানী আমি নই
তবুও-
বেজন্মার গ্রীবা থেকে নিঃস্বরিত লালায় পথ পিছলে পড়ে যাই
ঘুরপাক খেতে খেতে আরও যারযার অনুভবে স্থায়ী আসন পেয়েছি, তাঁদের প্রতি সীমাহীন কৃতজ্ঞতা।


যে তার জন্ম নিয়ে দ্বিধান্বিত! তার তার কাছে ক্রন্দন শিখতে চাই না!
মুখোশের আড়ালে যার ষোলকলা বিষাক্ত তপ্ত বায়ু,
সে তার শ্বাস থেকে কিভাবে ফিরাবে বায়বীয় শীসা
অথচ-
আমার ইন্দ্রিয় জানে, কলব জানে, শ্বাস-প্রশ্বাস জানে, ধ্বমনির কোষ জানে আমি চেতনায় মুখরিত একজন নিবিষ্ট বাঙালী।


০৪/০২/১৯
০২ঃ০৬ রাত