মাহাত্যেজা রবি সে যেন নিস্তেজ ,
কম্পমান ভূকম্প, নহে সে সতেজ !
খর স্রোতা নদীর, প্রবাহ দেখি হীন -
ঘণতমসাচ্ছন্ন যেন সুপ্রভাত দিন !


চতুর্দিকে বিশৃঙ্খল, ঘনঘটার উদ্ভব -
ঝড়, বন্যা, তারা ত্যাগিছে চিরস্বভাব !
এক মোহমায়ায় বেষ্টিত ধরণী-কায়া -
রুক্ষ, হিম-শীতল, যেন আবহাওয়া ৷


ন্যায়-নীতি অদৃশ্য ,যেন অপছায়া !
বিচার যেন মূঢ়-পঙ্গু-খর্ব, অপয়া ৷
মঙ্গলে অগ্রগতি, পড়েছে যে ছেদ -
ন্যায় নিয়ে কেহ আর, ধরেনা জেদ !


স্থুল চেতনায়, হারিয়েছে সে বিশ্বাস -
জড়তা-ভীরুতা-হীনতা করিছে গ্রাস !
তিমির সেও নহে, ডরাবনা-ভয়ংকর !
হিংস্র শার্দুল আর, ছাড়ে না হুঙ্কার !


শূন্য-প্রাণ, নেশাগ্রস্ত কায়া,- স্থির -
উষ্ণতা নিষ্প্রভ, চলমান রুধির ৷
ক্ষুধায় ভুখা, ক্রন্দন গেছে ভুলে -
দাবিতে ঝাণ্ডা তারা, নেয়না তুলে !
মোহহীন আবেশে ,তারা মোহিত ,
জড়বৎ স্থাবর পড়ে, মড়ার মত ৷
মনে হয় জীবনে মেনেছে হার -
চায় না মুক্তি, তার কোন অধিকার !
বাসনা নির্মূল, তায় দিশা শূন্য বিচার -
স্তব্ধ ! চায় না, অন্যায়ের প্রতিকার !
দেখেও শেষ ক্ষণ, হায়রে মন !
আসে না মাথায় ! উত্থান- চিন্তন ৷


(ইং-১৯-০৮-২০১৭)