হে ক্ষুধা তারিণী ! একহাড়ি ভাত ,
আজি ভুখাতে জানাই সুপ্রভাত ৷
তোমা দর্শনে হই আশ্বস্ত যে কত-
পাই পূর্ণ শক্তি, ভাগাতে ক্ষুধাক্ষত !
শুভ্র, নির্মল, গাদা-গাদা সহজাত-
আহা, মধুর ! একহাড়ি তাজা ভাত !
যদি পড়ে দুষ্টের ক্রূর সেথা হাত ,
দ্বন্দ্ব বাধে নিয়ে, নিজ-নিজ পাত !


চাই না জানিতে, কী তব জাত ?
তবু ধর্ম হেরি, নিয়ম ধারাপাত ৷
একটা টিপিলে ভাত, বোঝে সবে ,
পুরো হাড়ি ভরা ভাত, একই হবে !
আলাদা-আলাদা নয়, টিপে দেখা -
একই জাতের ভাত, হয়েছে রাখা ৷
আমরা এটাই পাই, উত্তম শিক্ষা ,
এ ভাবে হিত সাধি, সত্য রক্ষা ৷


রাজনৈতিক দলের ব্যাখ্যান ও তাই -
দলের একটার দোষ, মানিবে সবাই ,
একটার দিয়ে প্রমান মেলে সববার -
তারা কিভাবে দেশকে লাগাবে পার ৷


একটা যদি যায়, অকাজেতে জেলে -
নহে দলের বাকি থাকা, তেলে-জলে !
এখানে দাগী, দলের পুরোটা জাত ,
যেমন, এক হাড়ি তাজা ভাত !


(ইং-২২ ০৬ ২০১৭)