এক নামজাদা রাজা -
তার সুদিন ! মজা-হি-মজা !


প্রাণীকুল অভুক্ত সারা -
খাদ্যাভাবে জর্জরিত তারা ।  
যদিও দেশে আকাল -
চারিদিকে ভরা কঙ্কাল !


রাজা করে বাপের শ্রাদ্ধ !
খাওয়ায় বিশ্ব শুদ্ধ ।  
দেখাতে দেশ, ভরা সম্বৃদ্ধি ,
সাথে বাড়ে- রাজার খ্যাতি ।

তাই যতো, তোড়-জোড় -
নাচ গানের- সেথা, হোড় !
ভরা ঋণ , পুরে মাথে ,
আনন্দে রাজা মাতে !

দেশের ভিত নড়বড় !
রাজার কাছে, তুচ্ছ খবর ।  


(ইং-০৪-১১-২০১৭)
হিন্দী শব্দ, নামজাদা > নামী, হোড় > প্রতিযোগিতা ।  
(বিশ্ব খাদ্য দিবস- ইং- ১৬-১০-১৯৪৫)
ইং-০৪-১১-২০১৭- বিশ্ব খাদ্য কংগ্রেস-এর উৎসব দিল্লীতে, ইণ্ডিয়া গেট ।  
৭০-দেশের প্রতিনিধি সহ সেখানে ভোজের ছড়াছড়ি ,খুশীর বাজার !