পরোপকারে তৎপর ,       নিষ্কাম কর্ম যার ,
             দুর্লভ, জুড়ি মেলা ভার ;
পর শুভ চিন্তায় ,            হৃদে ভরা কামনায় ,
           কুটুম্ব প্রেম যার সংসার ৷

দু’পায় হীনতা ডলে ,      দৃঢ় মতি সে চলে ,
            নবোদ্দমে ঊর্ধ্ব যার গতি ;
সম্মুখ সঙ্কট দেখে ,        যাতনায় সে শেখে ,
            ভ্রূক্ষেপ করেনা ক্ষয়ক্ষতি ৷


পদেপদে তার জানা ,       কন্টকে ভরা নানা ,
              পথ বন্ধুর বিপদ সংকুল :
জেনেও আপন ক্ষতি ,          কর্মতে নয় বিরতি ,
              প্রতিজ্ঞা তার যে অতুল ৷


উদিলে ঝঞ্ঝাঝড় ,           মতি রয় অনড় ,
             নেই ভয়, নয় হতাশ ;
ধরে ধৈর্য অশেষ ,          মানেনা কষ্ট-ক্লেশ ,
              হীন চিন্তা নয় প্রকাশ ৷


একমাত্র তার মান্য ,        কষ্টেই হবে বরেণ্য ,
              সদা হেরি হাস্যবদন ;
তুচ্ছ করি মোহমায়া ,        শুদ্ধকরি নিজ কায়া ,
             আলো করে সারা ভূবন ৷


সুকর্মী সে পৃথিবীতে ,        দক্ষ হয় লঙ্ঘিতে ,
             হোক না দুর্লঙ্ঘ হিমালয় ;
ভবে এসেছে যবে ,          ব্রতী সে জয়ী হবে ,
                চায় না চির সুখালয় ৷


(ইং-১২-০৯-২০১৭)