একদা কারোর মৃত্যু কালে -
যমালয়ের সমস্ত কাজ ফেলে ,
আঁধারে যম আসেন মর্তে ,সকালে ;
জলজ্যান্ত লোকটাকে, ভুলে নেয় তুলে !
তৎক্ষণী, চিত্রগুপ্তকে আদেশে বলে ,
দ্রুত এর কোষ্ঠী দেখ, খাতাটা খুলে ?
চিত্রগুপ্ত সজোরে চিৎকারে ! বাবারে -
যায় নাই- যে লোকটা , এখনো মরে !
শিগ্গীর ! এক্ষণে দূর করো ওরে ,
বদনামে যাবে যে ত্রিভূবন ভরে ?


যম গুরুগম্ভীর স্বরে লোকটাকে জানায় ,
অপরাধ মানি তোমাকে হেথায় আনায় ৷
এখন ফের বাছা, নির্ভয়ে তব আলয় ,
আগন্তুক কাতরে বলে- হে, দয়াময় প্রভু !
আবেদন মোর, একটা ইচ্ছে এখানে তবু ,
চির অভয় দানে, কথাটা খুলে বলি-
-আপনারা বিচক্ষণ, উপরে মহাজ্ঞানী সকলি ৷
-ছাড় ব্যাটা, তুচ্ছ তোর হেয়ালী -
বল ,সময় নিস না, বৃথা হালি ?


-যখন একবার এসেছি দয়াতে উপরে ;
স্বর্গ, নরক, চাই দেখিবারে ঘুরে-ফিরে ৷
কথা দাও, তব বাক্যে দিও স্থান ,
তবেই পুনঃ মর্তে করিব প্রস্থান ৷
-কেঁউ ক্যাঁটা ব্যাটা, দিলাম তথাস্তু !
দেখেনে,  দু’টোর রূপ ! কী তারা বস্তু ?


লোকটি অতি আদরে মন ভরে-
স্বর্গ নরক দু’টোই দেখে ঘুরে ঘুরে ;
ভাল মত দেখে, বিতরে বাহিরে ,
এভাবে তার যাবতীয় বাসনা সারে ৷


পরে, যমরাজকে তার সম্মতি জানায়-
সুখ দেখেছে সে কানায় কানায় ;
নরকটা অতি লোভনীয়, জোরালো -
গান ,বাজনা, রকমারি নাটক-
ঝলসানো আলোর কতনা চটক  !
সকলে সেখানে মাতাল উলো-থুলো ৷
যে যার চর্ব্য চূষ্য, প্রাণ খুলে নিল ;
কত কোলা-কোলি ,হুড়ো –হুড়ি –
সাত তারা হোটেল, নাই বুড়ো-বুড়ী !
গুম-গুম ,কান ফাটা বাদ্যি-
এ লোভটা ছাড়ে, কার সাধ্বি ?
বাহু খুলে নৃত্য দোদুল, তারা দুলিল ,
নরকটা তার খুবই মান্য হল ৷


স্বর্গ শান্ত সরোবর, নেই কোন নড়চড় ,
সবাই যেন গতিহীন হয়ে স্থাবর -
কেউ কারোর রাখে না কোন খবর ,
স্ফূর্তির ভিত স্বর্গে ,বড্ডো নড়বড় !


মরার পর লোকটা, যায় পুনঃ উপর-
নরক পায়, কথা মত সে সত্বর ৷
দেখে ! সে করেছে মহাভুল-
চারিদিকে রাখা গরম লাল-লাল শূল !
ভরা বৃহৎ কড়াই, গরম ফুটন্ত তেলে !
আচমকা ব্যাটার চমকায়, ভয়ে পিলে ,
চেঁচিয়ে বলে, এসব মহা ধোঁকা !
আমাকে বানানো হয়েছে ,নিরেট বোকা ?
এ যন্ত্রণাময় নরকের ,মহাদুর্ভোগ !
কেন আমার কপালে এর সংযোগ ?
এখানে করা হয়েছে বেয়াদবি, চালাকী-
এ তা’ নয় ? আগে যা, নিজ চোখে দেখি !


যম বলে, শান্ত হও বৎস ,কর সবুর ?
উত্তর সঠিক পাবে- অবশ্য ,ভরপুর ৷
ওটা ছিল আমাদের নরকের বিজ্ঞাপন-
ভালটা না দেখালে, কেন হবে আকর্ষণ ?
তবেই তো টানিবে সবার নরকে মন
নকলটা সত্য মেনে, নেবে হৃদে সর্বক্ষণ ৷
এখন কথামত প্রাপ্য, আসলটা মেনে নাও ,
আগের তরে মুক্তি পাও !!


(ইং-01-12-2015)
(রাশিয়ায় একদা সমাজ ব্যবস্তায় লোকে
নারাজ হয়ে অমেরিকার চাকচক্য ময়
ব্যবস্থাকে পছন্দ করে তার উপর ব্যঙ্গ )