ছড়িয়ে বাঞ্ছিত আধার কত ,
জ্ঞানে-মানে, মনের মত ৷
তাকে, বলা কিছু একবার
বোঝ, ঝাল জীবন ভর !
যদি কখনো করা খবরদার ,
দেখ তার আদর সৎকার !


বলে, কাজ পাওনা নিজ ঘরে ,
তাই বুঝি আছো পিছে পড়ে ?
মজায় খাচ্ছি ,ভাল আছি-
তুমি, কোন্ গাঙের হে, মাঝি ?
ঘর দেয় ভরে,- সে মালিক -
তুমি কি জ্যোতিষ, কাপালিক ?


দিন, যাচ্ছে চলে মনোমত
সময় কেন করো তেতো ?
তোমারটা খাই ? না গাই ?
না তোমার ঘরজামাই ?
সদা দেখ ঘ্যানোর-ঘ্যানোর ,
যেন লেজ কাটা বানর !


বলি ,বাবা থাম ?
ঘুরাস না চারিধাম !
ধরি কান, হয়েছে ঘাট -
বন্দ কর, মুখের কপাট !


ভাবি হেথায়, হায়-হায় -
কিছু বলে যে, প্রাণ যায় !
নিজেরে দেই ধিক্কার -
পেলাম মক্ষম ফল এবার ,
আমি যে মূর্খ করি স্বীকার ,
কারো, যেচে করা উপকার !
আর ধাতে সয় না -
বাড়ায় বেজায় ভাবনা !


চায়না সে ফিরতে ,
কেন যাই তারে ঘেরতে ?
সে সুখে অধুনা ধারায় -
এটাই ভাল, কিছু না বলায় !


(ইং-১৮-০৬-২০১৭)
আধার > পাত্র,