সে নন্দন কাননে তার কোন কোণে
বসন্তের আগমনে আভাসিত সুখআঁচ ,
রূপচ্ছটা মনঃমোহে, অনিন্দ সুন্দর !
প্রসন্নরা মাতাল , স্যাম্পেন জোয়ার ,
নিয়ন আলোছায়ার, তালে তালে নাচ ।
মর্ত্য ভ্রমনে এসে নরক। অট্টহাসে মাতে !
দেখিল, কতনা সমাদর বসন্ত রজনীতে ।
মানব রূপী দেবতারা, মুক্ত কর্তব্যনিষ্ঠায় ,
খুব ভালবাসে অহল্যা উপাখ্যান , ইন্দ্র ।


পিঁপড়েরা অভুক্ত ফুটপাথে পদপিষ্ট !
তারা বসন্ত শুনেছে কিনা বোঝা দায় ,
ক্ষুধার্তের জ্বালাধরা, যেন গ্রীষ্মকাল !
সংসারে কাজের চাপ বাড়ে বেজায় -
প্রভাতেই ঘরছাড়া সবার সেবায় ।


(ইং-০৭-০২-২০১৯)