বাতাস সে তো আত্মা ,শান্ত শীতল , শীল
কখনো তোলে ঝঞ্ঝাঝড় রুদ্ররূপে নিখিল ,
অদৃশ্য। আধারে যায় ধরা, যোগায় সুখ শান্তি ,
ঘূর্ণায়মান স্থিতি কালে, ভূত সম হয় ভ্রান্তি ।


জীব ও প্রাণী নিত্য জীবিত, কারণ মাত্র বায়ু ,
চঞ্চল-ধীর, জাগ্রত-সুপ্ত, সবে ভরে সে আয়ু ।
শয়নে-স্বপনে, কর্মে, চলনে বাতাস-ই সহায়
শ্বাস-প্রশ্বাসে সদা ঋণী, মাতমে-দুঃখে হাসায় ।


দুঃখী, ধনাঢ্য-ফকির ,সবারে যোগান সমান ,
জীবকূল বাঁচে ভূবনে, অফুরনে তার যে দান ।
অষ্টপ্রহর বায়ু ঘিরে আপনত্বে যেন ভগবান ,
ক্ষণে মাত্র ত্যাগে বাতাস, উদাহ হয় পরাণ ।
বীর-যোদ্ধা,- প্রিয়-প্রেয়সী, সুস্বাদু দুধ-ক্ষীর ,
অভাবে, নিখোঁজ-শেষ, জীবন নদের - তীর ।
*-আধার > পাত্র ।
(ইং-২১-০১-২০২০)
*-প্রিয়কবি বোরহানুল ইসলাম লিটন, তাঁর কাব্য- “বাতাস”- (ইং-২১-০১-২০২০) ।
সে কাব্যে মুগ্ধ হয়ে আমার “বাতাসে বাঁচা” লেখা ,তাঁর নামে কাব্যটি উৎসর্গ করিলাম ।