কি না নেই ধরার বুকে ?
তবু সে বুদ্ধিমান নয় সুখে !
কাছে নেই, -আছে ছড়ানো ছিটানো ,
কথাটা সত্য , মানো আর না মানো ।


সুদর্শন চক্র তার সৃষ্টি রহস্য
আস্থায় বিশ্বাসে মানো সহর্ষ্য ।
এটমবোম তার স্বরূপ, দম ! আজ সম্মুখীন ,
তার আবিষ্কারের জনক ,আইনস্টাইন ।
এভাবে পুরো জ্ঞানগরিমা রপ্ত করো ,
বাকি না পারলে শেষে আস্থা ধরো ।
আর এক নিশ্চিন্তে অঘোরে স্বপ্ন দেখা ,
মেলে জ্ঞান, দুনিয়া গড়ের মাঠ-ফাঁকা ।


কতোর 'বাড়া ভাতে ছাই'
পড়া এত মেধার খোরাক ! তবু নাই নাই ।
মাছির মত মতিগতি স্ফূর্তি, নজর চাই
কেন দয়ার পুষিকাতর ডাক ? ম্যাঁও-ম্যাঁও ভাই ।


(ইং-৩১-১২-২০১৯)