যাঁরা পয়সায় হয় বড়ো
বুদ্ধি বলে তাঁরাও দড়ো ,
দেশের গতি ঘুরাতে পারে
ডোল ভর্তি মুনাফা- তরে ।
স্বার্থ নিয়ে দেশের ভলা
অর্থ উপার্জন তাঁদের খেলা ।


লোক শিক্ষার এমনি মান
পুণ্য বুঝি, গঙ্গায় স্নান !
সরল, সাদার জীবন যাত্রা
নয় যে তাঁরা ঝঞ্ঝাট ক্রেতা ।
কালবৈশাখীঝড় মান্যতায়
হয় বাস্তুহারা, সহ্যতে হায় !


স্বভাব কারো যায় না ম’লে
এমনি ধারায় জগৎ চলে ,
অসাধু সেবক ধনী হলে
নজর তার সম্পদ মালে -
বণিক হস্তে রাজ গেলে ,
কষ্ট-জ্বালায়, আর্ত চলে ।


(ইং-৩০-০৬-২০১৯)