সব বনে হয় না সে বৃক্ষ চন্দন ,
সব সন্তান হয় না মান্যবর সুনন্দন ।
সুভাষিত সব বক্তা হয় না নেতা ,
সব কবির মেলে না কাব্যের শ্রোতা ।
সব লংকায় থাকে না তীক্ষ্ণ ঝাল ,
ঔষধ নয় সব গাছের বাকল-ছাল ।
কাজে, সবার গুণ সমান কোথায় ?
গুণদোষে কত নষ্ট,- সুষ্ঠু উপায় ।
সব বোঝার মাঝে অবোঝা বিবেক ,
পদে পদে হোঁচট কর্ম মাঝে অনেক ।


(ইং-২৯-১১-২০১৮)