ভরিয়া যে ধরা, অসীম মুগ্ধতা ,
আভাসে পাই হতাশা, অস্থিরতা !
শুরুর আদিতে হোঁচট খেয়ে ,
ঋজু দেহ কুব্জ ,পড়িল নুয়ে !


আবেগে প্লাবিত, দু’টি আঁখি -
মাত্র ধূলি কণা, গায়ে মাখি ,
চাতক সম জ্ঞান- ডাকাডাকি -
ক্ষণে মনে হয়, সবই ফাঁকি ।


অবিরাম ঊর্মির সাগর তীরে -
আশ্চর্যে হেরি, নীলাভ নীরে !
কতনা অজানা- জ্ঞানরূপী সিন্ধু ,
আহরণে পাই, মাত্র বারি-বিন্দু !


রকমারি হেরি ,দু’হাতে ধরি ,
কিছুই মেলে না ! পৃথিবী ’পরি ।
দু’বেলা চলে, ছেলে খেলা -
অমূল্য জীবন করিলাম হেলা ।
কিছু শব্দজাল আর আড়ম্বর -
তাও মিলে যায়, শূন্যে অম্বর !


এমত ধারায়, কত আর পারা ,
মনের আশা শেষ রয়,- অধরা
তৃষিত জল আর ছায়া সুশীতল
অতি অমিল সে সান্ত্বনা ফল !


(ইং-২৯-০৫-২০১৮)-ভোপাল